Sports Opinion
ভারতের খেলোয়াড়দের জন্য যজ্ঞ করে পুজো দিলো বাগদা সিন্দ্রানী গ্রামের ক্রিকেটপ্রেমী যুবকরা
আর কয়েক ঘন্টা বাদেই ভারত বনাম নিউজিল্যান্ড সেমিফাইনাল। নিউজিল্যান্ড-এর সঙ্গে খেলবে ভারত। তাই,ভারতের খেলোয়াড়দের জন্য যজ্ঞ করে পুজো দিলো বাগদা সিন্দ্রানী গ্রামের ক্রিকেটপ্রেমী যুবকরা। এদিন যজ্ঞ করে ভারতীয় দলের জন্য প্রার্থনা করা হল। পুরোহিতের মন্ত্র পাঠ করে এদিন যজ্ঞ করা হয় ।
স্থানীয়রা, “জানিয়েছেন এবার আমরা চ্যাম্পিয়ন হবো ৷ তবুও কোন রিস্ক নিতে চাইছি না। পূজা, প্রার্থনা করলাম ভারতীয় দলের মঙ্গল কামনায়।”