Sports Opinion

‘দারুণ সুযোগ রয়েছে ৪-০ করার’ : অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং

অ্যাডিলেডে টেস্টে মাত্র ৩৬ রানে ইনিংস শেষ হওয়ার পর ঘুরে দাঁড়ানো কঠিন ভারতের, এমনটাই মনে করছেন পন্টিং

পল্লবী কুন্ডু : অস্ট্রেলিয়া বনাম ভারতের গোলাপি বলের দিন রাত টেস্টে পিছিয়ে পড়লো ভারত। অ্যাডিলেডে টেস্টে মাত্র ৩৬ রানে ইনিংস শেষ হওয়ার পর ঘুরে দাঁড়ানো কঠিন ভারতের। এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting)। গোলাপি বলে দিনরাতের টেস্টে প্রথম দু দিন অত্যন্ত ভালো ফর্মে থাকলেও তৃতীয় দিন পুরোপুরি ছন্দ পতন হয় ভারতীয় শিবিরের।

আর ভারতীয় দলের এরূপ ব্যর্থতায় বাক পন্টিং। এই অবস্থায় ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ভারতের প্রথম এগারোয় বেশ কিছু পরিবর্তন চাইছেন তিনি। তার মতে ঋদ্ধিমান সাহার জায়গায় ঋষভ পন্থকে খেলানোর পক্ষপাতী পন্টিং। বিরাট কোহালির অনুপস্থিতিতে টেস্ট সিরিজে ভারতের কাজ রীতিমতো কঠিন হয়ে উঠছে বলে জানিয়েছেন তিনি। পন্টিংয়ের কথায়, ‘কোহালি না থাকায় এমন একটা হারের পর দলটাকে টেনে তোলার মতো লোকের অভাব রয়েছে। ভারতকে বেশ কয়েকটা পরিবর্তন করতে হবে। মিডল অর্ডারে ঋষভকে আনতেই হবে। কোহালি তো নেই, ফলে ব্যাটিং শক্তিশালী করে নামতে হবে। আর দলে পরিবর্তনের একটা দিক হল মানসিক ভাবে উদ্দীপ্ত হওয়া। পরের চ্যালেঞ্জ নিতে মানসিকতার দিক দিয়ে ভারতকে তৈরি থাকতে হবে। এটা নিশ্চিত করতেই হবে। কারণ, অস্ট্রেলিয়া মোটেই ছেড়ে দেবে না।’

পরবর্তী তিনটি টেস্ট ম্যাচে অজিঙ্ক রাহানের নেতৃত্বে খেলবে ভারত। পন্টিং মনে করছেন, এই সিরিজ ৪-০ জেতার দুর্দান্ত সম্ভাবনা রয়েছে টিম পেনের দলের। তাঁর কথায়, ‘দারুণ সুযোগ রয়েছে ৪-০ করার। আশা করা যাক মেলবোর্নে আমরা ফলাফল দেখতে পাব। আর মেলবোর্নে ০-২ পিছিয়ে পড়লে ভারতের পক্ষে লড়াইয়ে ফেরা খুব কঠিন হয়ে পড়বে।’

অন্যদিকে, তৃতীয় ম্যাচের হাত ধরেই দলে ফেরার সম্ভাবনা হিট ম্যানের। দলের অন্যতম ভরসা হয়ে উঠতে পারেন রোহিত। এখন অপেক্ষা শুধু সঠিক সময়ের।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading