Big Story
ভারতের গত ২৪ ঘন্টার কোরোনা আপডেট
মাস্ক, স্যানিটাইজার, সামাজিক দূরত্ব ও অকারণে বাইরে না বেরোনো চার মূল মন্ত্র

তিয়াসা মিত্র : যত দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে কোরোনার গ্রাফ সাথে সারথি অমিক্রন। এখন মরণ ভাইরাস-এর ঢেউ সুনামিতে পরিণত হয়েছে গোটা ভারত জুড়ে।
➤ করোনা আক্রান্ত ১ লক্ষ্য ৪১ হাজার ৯৮৬ জন।
➤ অমিক্রনে আক্রান্ত ৬৪ জন।
➤ সুস্থ হয়েছে ৪০ হাজার ৮৯৫ জন।
➤ মৃত্যু ঘটেছে ২৮৫ জন।
➤ দেশে এখন মোট আক্টিভ কেস ৪ লক্ষ্য ৭২ হাজার ১৬৯ জন।
⧭ প্রতিদিনের করোনা আপডেট দেওয়ার কারণ আমাদের কাছে একটাই সাবধানে থাকুন আতঙ্কে নয়। এবং করোনা গ্রাফ এবং তার গতিবিধি নজরে রেখে আপনাদের নিজ জীবন যাত্রাতে পরিবর্তন আনুন। মাস্ক, স্যানিটাইজার, সামাজিক দূরত্ব ও অকারণে বাইরে না বেরোনো চার মূল মন্ত্র।