ভারতের বাজারে আসছে রিয়েলমি এক্স২ প্রো, জেনে দিন ফিচারগুলি
এসে গেল রিয়েলমির ডুয়াল ডলবি স্পিকারযুক্ত স্মার্টফোন এক্স২ প্রো।
তানিয়া চক্রবর্তী : চাইনিজ স্মার্টফোন কোম্পানি রিয়েলমি নিয়ে আসতে চলেছে তাদের নতুন ফোন এক্স২ প্রো। অত্যাধুনিক ডুয়াল ডলবি স্পিকারযুক্ত এই ফোনের সাউন্ড সিস্টেম অত্যন্ত উচ্চমানের হবে বলে জানিয়েছে কোম্পানি। এই অক্টোবরেই চিনে লঞ্চ করবে স্মার্টফোনটি। তবে ভারতের বাজারেও খুব শীঘ্রই তা আসবে বলে জানা গেছে।
সূত্রের খবর, রিয়েলমি এক্স২ প্রো হবে অক্টাকোর কোয়ালকম প্রসেসর এবং অ্যান্ড্রয়েড পাই -এর সুবিধাযুক্ত। ফোনটি ৬.৬ ইঞ্চি স্ক্রিন সাইজ যুক্ত হবে। ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা যা টেলিফটো লেন্সের কাজ করবে বলে জানা গেছে। এ ছাড়াও ৮ মেগাপিক্সেল অ্যাঙ্গেল ক্যামেরার সুবিধা থাকবে ফোনটিতে। ডূয়াল সিম কার্ডযুক্ত ফোনটিতে অত্যাধুনিক চার্জিংয়ের সুবিধা ছাড়াও থাকছে আরও অনেক ফিচার। তার মধ্যে অন্যতম হল ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ওয়াই-ফাই, জিপিএস, ফেস আনলকের সুবিধে তো রয়েছেই। তবে ফোনটির দাম এখনও প্রকাশ করেনি কোম্পানি।