ভারতের বাজারে চলে এসেছে কেটিএম-এর সুপারবাইক ৭৯০ ডিউক, জেনে নিন ফিচার ও দামের অঙ্ক
সাধ্যের মধ্যে সাদ পূরণ : বাজারে আসছে নতুন বাইক কেটিএম-এর সুপারবাইক ৭৯০ ডিউক
তানিয়া চক্রবর্তী : ভারতে সুপারবাইক কেনার স্বপ্ন প্রায় সকলেই দেখে। কিন্তু টাকার অভাবে সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায় অনেকের। কিন্তু এই বার বোধ হয় সেই স্বপ্ন পূরণ হতে চলেছে অনেকের। সোমবার ভারতের বাজারে অস্ট্রিয়ার স্পোর্স্টস বাইক প্রস্তুতকারী সংস্থা কেটিএম নিয়ে এল তাদের নতুন সুপারবাইক ৭৯০ ডিউক। এই বাইকটি বিদেশে স্ক্যালপেল নামে পরিচিত। মাঝারি ওজনের সেগমেন্টের কথা মাথায় রেখেই তৈরী ৭৯০ ডিউক। অন্যান্য সুপারবাইকের তুলনায় এই বাইকটি বেশ হাল্কা বলে জানিয়েছেন নির্মানকারী সংস্থা বাইকটির ওজন মাত্র ১৮৯ কিলোগ্রাম। ওজনের হ্রাসের ফলে বাইকের কর্মদক্ষতায় কোনো সমস্যা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন নির্মানকারী সংস্থা। তারা আরো জানান, বাইকে কমপ্যাক্ট ডাইমেনশনের ট্ৰেলিস ফ্রেম এবং অ্যালুমিনিয়ামের রিয়ার সব ফ্রেম ব্যবহার করা হয়। তাছাড়া ১০৩ বিএইচপি-এর পিক টর্ক ৮৭ এনাম ও সিক্সস্পিড গিয়ারবক্স ব্যবহৃত হয়েছে। এছাড়াও আরো অনেক আর্কষনীয় ফিচারে পূর্ণ থাকবে বাইকটি।
সোমবার ভারতের বাজারে লঞ্চ করলেও বর্তমানে শুধুমাত্র কলকাতা, মুম্বাই, পুণে, হায়দ্রাবাদ, গুয়াহাটি, সুরাট, দিল্লি, চেন্নাই ও বেঙ্গালুরু, এই নয়টি শহরেই বাইকটির বুকিং করা যাবে বলে জানা গেছে। ৮ লক্ষ ৬৩ হাজার টাকায় কেটিএম ৭৯০ ডিউককে নিজের মালিকানায় আনতে পারবেন মানুষ। টাকার অঙ্ক শুনে ঘাবড়াবার কিছু নেই. এই বাইকটি আপনি ইএমআই পরিষেবার মাধ্যমেও নিতে পারবেন। মাত্র ১ লক্ষ ৭ হাজার টাকা ডাউনপেমেন্ট দিয়ে এবং মাসে মাসে ১৯ হাজার টাকা ইএমআই দিলেই বাইকটি য়হয়ে যাবে আপনার। তবে সে ক্ষেত্রে আপনার কাছে বাজাজের ইএমআই কার্ড থাকাটা প্রযোজ্য।