ভারত-পাক ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টির ভ্রূকুটি
অনিশ্চয়তার দিকে আগামীকালের হাই-ভোল্টেজ ভারত-পাক ম্যাচ।
বিশ্বকাপের বহু প্রতীক্ষিত এবং হাই-ভোল্টেজ ম্যাচ কাল অনুষ্ঠিত হতে চলেছে ম্যাঞ্চেস্টারে।
কিন্তু আশঙ্কা বৃষ্টির। কি হবে কাল ? বৃষ্টির আশঙ্কায় আশঙ্কিত ক্রিকেট প্রেমীরা। বিলেতের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রবিবার আকাশ মেঘলা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রয়েছে বৃষ্টির আশঙ্কা।
বৃষ্টির জন্য চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত চারটি ম্যাচ ভেস্তে গিয়েছে। এর আগে ১৯৯২ ও ২০০৩ বিশ্বকাপে দুটো করে ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়ে গিয়েছিল। এবারে সবচেয়ে বেশি ম্যাচ ভেস্তে গিয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পরবর্তী ২৯টি ম্যাচের মধ্যে ১০টি ম্যাচেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভারত-পাক ক্রিকেট যুদ্ধ ভেস্তে গেলে বিশাল ক্ষতির মুখে পড়বে আয়োজক,স্পনসর, টেলিভিশন সম্প্রচারকারী চ্যানেলের। ভারত-পাক ম্যাচে বিজ্ঞাপন থেকেই ১৩৭.৫ কোটি টাকা আয়ের পরিকল্পনা করেছে সম্প্রচারকারী চ্যানেল। বৃষ্টি হলে প্রবল ক্ষতির মুখে পড়তে হবে। তা ছাড়া টিকিট বিক্রি করে যে অর্থ উঠেছে, তাতেও বড় ক্ষতি হবে আইসিসি-র। সুতরাং, বিশাল ক্ষতি হবে অন্যদেরও।