Life Style

ভারী চেহারা বলে সমস্যা,চিন্তা করার কিছু নেই পোশাক বাছার সময়ে সব সতর্কতা মানলেই আর বয়স্ক দেখাবে না

চেহারা ভারী বলে সমস্যার সম্মুখীন হতে হয় বারংবার, দেখেনিন আপনার সমস্যা সমাধানের কিছু টোটকা ।

সায়ন্তনী রায় :  চেহারা ভারী বলে সমস্যার সম্মুখীন হতে হয়;দেখায় বয়স্ক; চার পাশের নানা লোকজনের কাছ থেকেই শুনতে হয় বিভিন্ন ব্যঙ্গবিদ্রুপ,শিকার হতে হয় বডি শেমিংয়ের।ঠাট্টার ছলে হোক বা সরাসরি, ভারী চেহারা নিয়ে সুস্থ সমাজেও নানা অসুস্থ প্রতিক্রিয়া  সম্মুখীন হতে হয়।সে সব ব্যঙ্গের উত্তর দিন নিজস্ব ভঙ্গিতে। তবে চেহারায় তারুণ্যের অভাব কেবল ভারী চেহারার জন্যই মনে হয় এমন নয়, অনেক সময় পোশাক নির্বাচনের ক্ষেত্রেও থেকে যায় ভুল।সেই ভুলের জন্য ভারী চেহারাকে আরো ভারী দেখায়।কখনও দেখা যায় জমকালো নকশা বা নকশার অবস্থানের উপরও চেহারার গড়ন অনেকটা নির্ভর করে। তাই এ সব দিকে খেয়াল রাখাটাও ফ্যাশনিস্তার অন্যতম কাজ। চেহারার সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক নির্বাচন করতে হয়, এ কথা সবাই জানে। এই বিষয় কম বেশি সকলেরই জ্ঞান রয়েছে।চেহারায় তারুণ্য বজায় রাখতে মেনে চলুন বিশেষ ক’টা নিয়ম, এতে ভারী চেহারা হলেও বয়স্ক দেখানোর হাত থেকে মুক্তি মিলবে।

ফ্যাশন ডিজাইনার অদিতি চক্রবর্তী জানালেন এমন কয়েকটা সহজ সমাধান দিলেন :

আড়াআড়ি দাগ নয়: চেহারা ভারীর দিকে হলে এড়িয়ে চলুন আড়াআড়ি দাগের যে কোনও পোশাক। তার চেয়ে ওয়ার্ডরোবে থাকুক প্রচুর লম্বালম্বি দাগের পোশাক। রোগা ও কমবয়সি দেখাতে চাইলে এই লম্বালম্বি স্ট্রাইপ খুবই কাজে আসবে।

লং স্কার্ট নয়: লং স্কার্ট যতই পছন্দ হোক, চেহারা ভারী হলে তা এড়িয়ে চলুন। হাঁটুর চেয়ে নীচে স্কার্ট পরলে শরীরের নীচের অংশ অনেকটা ভারী দেখায়। অনেকে রোগা দেখাতে পারে ভেবে চোঙাকৃতি লং পেনসিল স্কার্ট কেনেন। এই ধারণাও ভুল। ঘের না থাকায় এই ধরনের স্কার্ট কোমরের মেদকে আরও বাড়তি দেখায়। তাই স্কার্ট ভালবাসলে ঘের দেওয়া নি লেংথ স্কার্টে ভরসা রাখুন।

স্কার্ফে ‘না’:  শুধু ফ্যাশনের কারণেই ঠান্ডা না পড়লেও পোশাকের সঙ্গে মানানসই স্কার্ফ কিনে ফেলাটা আমাদের স্বভাব। গলায় গোল করে স্কার্ফ জড়ালে গলার লম্বাটে আকার ঢেকে তা আরও ভারী ভাব আনে।

ঠিক মাপ: পোশাক বাছাইয়ের সময় কেউ ছিপছিপে দেখাতে চেয়ে টাইট পোশাক পরেন, কেউ আবার ঢিলেঢালা পোশাকেই আস্থা রাখেন। ফ্যাশন ডিজাইনারদের মতে, এর কোনওটাই ঠিক ধারণা নয়। ঢিলেঢালা পোশাক যেমন চেহারাকে ভারী করে, তেমনই টাইট পোশাকে স্পষ্ট হয় শরীরের মেদ।এমন পোশাক বাছুন যেটি  খুব ঢিলে বা খুব টাইট নয়।

অন্তর্বাস: শারীরিক গঠন অনুযায়ী ঠিক মাপের অন্তর্বাস বাছাইয়ের উপরও চেহারার গড়ন অনেকটা নির্ভর করে। তাই সে ক্ষেত্রেও খুব ঢিলেঢালা বা  টাইট পোশাক এড়িয়ে আরামদায়ক পোশাক বাছুন।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: