Big Story
ভুল অভিযোগে শাস্তি
২০১৯ লোকসভা নির্বাচনে ইভিএম কারচুপি রুখতে কমিশন সাহায্য নিয়েছেন ভিভিপ্যাডের।কোন ভোটার ভোট দেওয়ার পর তিনি যাকে ভোট দিয়েছেন ভিভিপ্যাডের স্ক্রিনে তার বদলে অন্য্ প্রতীক ও প্রাথীর নাম দেখা যাচ্ছে বলে অভিযোগ করে তখনি প্রিসাইডিং অফিসার সাময়িক ভাবে ভোট বন্ধ করে দিয়ে আভিযোগের সত্যতা যাচাই করে দেখবেন। এক্ষেত্রে অভিযোগকারী ভুল প্রমাণিত হলে ফৌজদারী দন্ডবিধির ১৭৭ নম্বর ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে। যার সাজা ৬ মাসের জেল বা ১ হাজার টাকা জরিমানা। ক্ষেত্র বিশেষে উভয়ই হতে পারে।