Science & Tech
ভুয়ো অ্যাপ গুগুল-এ
হ্যাকারের হাত থেকে নিস্তার নেই কারোরই।গুগুল অ্যাপ ইদানিং কযেকটি ব্যাঙ্কের ভুয়ো আপ ঘোরাফেরা করছে। তালিকায় রয়েছে অক্সিস ব্যাঙ্ক ,ইয়েস ব্যাঙ্ক ,ব্যাঙ্ক অফ বরোদা ,স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ,সিটি ব্যাঙ্ক ,আইসিআইসিআই ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের নাম। ভুয়ো অ্যাপ গুলি দেখতে অবিকল ব্যাঙ্কের আসল আপগুলির মতো। সতর্ক থাকুন সবাই।