West Bengal

ভুয়ো ল্যাবরেটরির খোঁজ মিলল কলকাতায়, ল্যাব সিল করে ১০ লক্ষ টাকা জরিমানা

সংস্থাটির বিরুদ্ধে FIR দায়ের হয়েছে।

প্রেরনা দত্তঃ করোনা পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি বেসরকারি ল্যাবকে অনুমতি দিয়েছে৷ গোটা দেশে প্রায় ১০০টি বেসরকারি পরীক্ষাগারকে অনুমোদন দিয়েছে করোনা পরীক্ষার‌। কিন্তু অনুমতি ছাড়াই করোনা পরীক্ষা! তাই ফুলবাগানের ল্যাব সিল করার নির্দেশ স্বাস্থ্যদফতরের | ১০ লক্ষ টাকা জরিমানাও করা হয় ল্যাব কর্তৃপক্ষকে|

ICMR-এর কোনও অনুমতি ছাড়াই ওই পরীক্ষাগারে লালারসের পরীক্ষা চলছিল। মঙ্গলবার সেই খবর পেয়ে হানা দেয় পুলিশ। উত্তর কলকাতায় অবস্থিত সংস্থাটির বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। রাজ্যের স্বাস্থ্যদফতরের নির্দেশে সিল করে দেওয়া হল ফুলবাগানের একটি ল্যাব৷ করোনা পরীক্ষা করার জন্য সরকারি ও বেসরকারি সমস্ত পরীক্ষাগারের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ছাড়পত্র দরকার হয়। উত্তর কলকাতার এই সংস্থার কাছে সেই ছাড়পত্র ছিল না বলে জানা গিয়েছে।

পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি বেসরকারি ল্যাব হল :
১) অ্যাপোলো হসপিটাল।
২) SRL লিমিটেড রেফারেন্স ল্যাবরেটরী সল্টলেক সিটি।
৩) SRL লিমিটেড, ফর্টিস হসপিটাল, ৭৩০ আনন্দপুর, ইএম বাইপাস ।
৪) সুরক্ষা ডায়াগনস্টিক,নিউ টাউন।
৫) মেডিকা সুপার স্পেস্যালিটি হসপিটাল, কলকাতা।
পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ১১টি সরকারি পরীক্ষাগার ও ৬টি বেসরকারি পরীক্ষাগারে করোনা পরীক্ষা হচ্ছে। বেলেঘাটা নাইসেড ও এসএসকেএম রয়েছে করোনা পরীক্ষাগার।

Show More

Related Articles

Back to top button
%d bloggers like this: