West Bengal
ভেজাল সস, কাসুন্দি তৈরির কারখানায়া হানা বারাসাত এনফোর্সমেন্ট শাখার।
মালিক নির্মল কুমার বিশ্বাসকে আটক করে।
উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের সিন্দ্রানীতে কাঠের মিলের পিছনে গড়ে উঠেছিল ভেজাল সস, কাসুন্দি সহ রেস্টুরেন্টে ব্যবহৃত নানা উপকরন তৈরির কারখানা। গোপন সূত্রে খবর পেয়ে আজ বারাসাত এনফোর্সমেন্ট শাখার আধিকারিকরা হানা দেয় l উদ্ধার হয় প্রচুর সস, কাসুন্দি-সহ রাসায়নিক দ্রব্য। মালিক নির্মল কুমার বিশ্বাসকে আটক করে।