ভোটারদের সুরক্ষার জন্য, নির্বাচনী প্রচারের সময় কমিয়ে দিলো নির্বাচনী কমিশন
আজকেই শেষ নির্বাচনী প্রচার , ভোটারদের সুরক্ষার জন্যেই এই ব্যবস্থা জানালো কমিশন
নির্বাচনী প্রচারের সময় ছিল শুক্রবার সন্ধ্যে ৬টা পর্যন্ত। কিন্তু ২৪ঘন্টা আগেই আইনশৃঙ্খলার অজুহাত দিয়ে নজিরবিহীনভাবে নির্বাচনী প্রচারের সময় কমিয়ে বৃহস্পতিবার রাত ১০টা করে দিলো কেন্দ্রীয় নির্বাচনী প্রশাসন। এই নির্দিষ্ট সময় পর্যন্তই প্রচার করা যাবে সপ্তম দফার নয়টি লোকসভা কেন্দ্রে। বুধবার সন্ধ্যে ৭টায় দিল্লিতে নির্বাচনী কমিশন থেকে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ডেপুটি নির্বাচনী কমিশনার সুদীপ জৈন। তারই সাথে অপসারণ করা হয়েছে রাজ্যের স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যকে। সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে লেখা অত্রি ভট্টাচার্যের একটি চিঠির কারণেই তিনি কমিশনের রোষের মুখে পরেন। এবং এই কারণেই তাঁকে অপসারণ করা হয়েছে বলে মনে করছেন সমালোচকরা। অন্যদিকে বাংলা থেকে সরিয়ে দেওয়া এডিজি সিআইডি রাজীব কুমারকেও। সপ্তম দফা লোকসভা নির্বাচনের আগে যে ভাবে বাংলা অশান্ত হয়ে পড়েছে তাতে ভোটাররা আতঙ্কিত হয়ে পড়ছে আর যেহেতু নিবার্চনী কমিশনের দায়িত্ত্ব ভোটারদের সুরক্ষিত রাখার তাই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।