Weather
ভোটের মাঝে ঝড় যুদ্ধ , আসছে ফেনি হিসেব নিতে
আরো শক্তির সঞ্চার করেছে শেষের ২০ ঘন্টায় ফেনি , পড়তে পারে আছড়ে বিপুল শক্তির এই ঝড় চার রাজ্যের ওপর। ঝড়ের গতি বেগ থাকতে পারে ঘন্টায় ১৮৫ কিলোমিটার ও তার বেশি। ক্ষয়ক্ষতির পরিমান অনেক বেশি হবার সম্ভবনা। শহরের বিদ্যুত থেকে যোগাযোগ হতে পারে বিচ্ছিন্ন , পুরানো বাড়ি সহ লাগোয়া গাছ বিপদ আন্তে পারে। মৎস্য জীবিদের কাজ থেকে বিরত থাকা উচিত। আতঙ্কিত হওয়ার দরকার নেই যদি সতর্ক থাকা যায়।