Weather

ভোটের মাঝে ঝড় যুদ্ধ , আসছে ফেনি হিসেব নিতে

ফেনির শক্তি বাড়ায় বিপদে বঙ্গ :প্রাথমিক ধারণা, ক্ষতিগ্রস্থ হতে পারে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু

আরো শক্তির সঞ্চার করেছে শেষের ২০ ঘন্টায় ফেনি , পড়তে পারে আছড়ে বিপুল শক্তির এই ঝড় চার রাজ্যের ওপর। ঝড়ের গতি বেগ থাকতে পারে ঘন্টায় ১৮৫ কিলোমিটার ও তার বেশি। ক্ষয়ক্ষতির পরিমান অনেক বেশি হবার সম্ভবনা। শহরের বিদ্যুত থেকে যোগাযোগ হতে পারে বিচ্ছিন্ন , পুরানো বাড়ি সহ লাগোয়া গাছ বিপদ আন্তে পারে। মৎস্য জীবিদের কাজ থেকে বিরত থাকা উচিত। আতঙ্কিত হওয়ার দরকার নেই যদি সতর্ক থাকা যায়।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: