West Bengal

ভোটের আগে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্টিদ্বন্দ্ব

সক্রিয় তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর করার অভিযোগ তৃণমূল -এর দুষ্কৃতিদের বিরুদ্ধে

সল্টলেকের সুকান্তনগরে তৃণমূল  কাউন্সিলর জয়দেব নস্করের অনুগামীরা  ভাঙচুর চালায় তৃণমূলেরই নেতা  সুজিত দে-র অনুগামী গোপাল দের বাড়িতে। অভিযোগ, সোমবার গভীর রাতে বেশকিছু সশস্ত্র দুষ্কৃতী গোপাল দের বাড়িতে ঢুকে  গালিগালাজ করে এবং বাড়ি ভাঙচুর চালায়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়াও হয়.চিৎকার চেঁচামিচিকতে এলাকার লোক জড়ো হওয়ায় দুষ্কৃতিরা চলে যায়।এরপর থেকেই  ঘটনাস্থলে মোতায়ন রয়েছে  বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।অভিযুক্তদের ধরতে খোঁজ চালাচ্ছে পুলিশ

Show More

Related Articles

Back to top button
Close
Close
%d bloggers like this: