ভোটের পর ভোল বদল ৫ কেজির সিলিন্ডার দেওয়ার ভাবনা কেন্দ্রের !
রান্না ঘরে গুঞ্জন , এখন ভোটে জিতে হচ্ছেটা কি ? একটু ভাবুন ! আরো ভোট বাকি আছে।
৮ কোটি নতুন এলপিজি কানেকশনে ছোট গ্যাস দেবে কেন্দ্র : প্রাপ্তি ৫ কেজির সিলিন্ডার ,
শুধুমাত্র সুলভে রান্নার গ্যাসের কানেকশন , এই গ্যাস যাতে ভবিষ্যতেও দেশের দরিদ্র পরিবারগুলি অনায়াসে দেবেন কেন্দ্র।
আগামী কাল দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী প্রাক কালেই গরিব পরিবারকে কে গ্যাস দেবে কেন্দ্র , ২০১৯-এর লোকসভা ভোটে বিপুল ভোটে জিতে ফের একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি তথা এনডিএ। মোট আসন সংখ্যা ৩৫৪, এর মধ্যে বিজেপি পেয়েছে ৩০৩টি আসন।
বিগত সরকার বলেছিলেন উজ্বলা প্রকল্পের মাধ্যমে কোটি মানুষের পরিবারে বিন অপেশায় গ্যাস দেবে সরকার , কিন্তু বাস্তবের প্রচারের সাথে কাজের বস্তুর ফারাক আছে। রিনা প্রামানিক রায়চক এর বাসিন্দা বললেন “কোথায় বীণে পয়সায় গ্যাস দাদা সব তাই কিনতে হচ্ছে , আগে আর পরে। আর এই ৫ কেজির গ্যাস যদি কি চলে , ভাত রান্না করতে হয় শুধু জল গরমে পেটের ভাত জোটে না “.
এবার প্রধানমন্ত্রীর উজ্জ্বল যোজনা প্রকল্পের আওতায় নতুন ৮ কোটি রান্নার গ্যাসের কানেকশন দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে সরকার। দরিদ্র পরিবারগুলিতে ১৪.২ কেজির পরিবর্তে ৫ কেজির গ্যাস সিলিন্ডার দেবে কেন্দ্রীয় সরকার। ৫ কেজির গ্যাস সিলিন্ডারের দাম পড়বে মোটামুটি ২৬০ টাকা আর এতে ৮০ টাকার সরকারী ভর্তুকিও মিলবে , ৫ কেজির গ্যাস সিলিন্ডারের দাম পড়বে মাত্র ১৮০ টাকা।
গত বারের উজ্জলা যোজনার অভিজ্ঞতার কথা বললেন , সবই ভুয়ো প্রতিশ্রুতি।