Culture

ভোটের বাজারে ব্রাত্য রবি ঠাকুর

২৫শে বৈশাখেও ভোট নিয়ে মেতে জনগণ ! বাঙালি কি ভুলতে বসেছে তাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরকে ?

আজ ২৫ শে বৈশাখ ,বাঙালির প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিন। কিন্তু গোটা দেশজুড়ে চলছে গণতন্ত্রের উৎসব। লোকসভা নির্বাচন। পঞ্চম দফা নির্বাচনের শেষে জায়গায় জায়গায় রমরমিয়ে চলছে ভোটের প্রচার| কিন্তু আজ যে রবীন্দ্রনাথের ১৫৮তম জন্মবার্ষিকী সেই নিয়ে ভ্রুক্ষেপই নেই জনতার। সবাই মেতেছে ভোট নিয়ে। ওপিনিয়ন টাইমস এর কাছে খবর আছে গুটি কয়েক জায়গা ছাড়া কোথাও সেইভাবে পালিত হচ্ছে না রবীন্দ্রজয়ন্তী । ভোটের বাজারে কি তবে সত্যিই ব্রাত্য রবীন্দ্রনাথ !উত্তর খুঁজছে ওপিনিয়ন টাইমস। জবাব দেবে কে ?

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: