West Bengal

ভোটের মুখে উড়ছে টাকা, ধরতে নাকাল প্রশাসন

ফের বেলডাঙায় নাকা চেকিং এ উদ্ধার  ৬ লক্ষাধীক টাকা। বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ বেলডাঙা থানার সারগাছি পুলিশ ফাঁড়ির সামনে ৩৪ নং জাতীয় সড়ক থেকে এফএসটি টিম এই টাকা উদ্ধার করে। দুই জন ভিন্ন ব্যাক্তির কাছ থেকে ৬ লাখ ৪৮ হাজার টাকা উদ্ধার হয়। জানা যায়, তারা মালদা থেকে দুটি ভিন্ন সরকারি বাসে টাকা নিয়ে কোলকাতার দিকে যাচ্ছিল। এদের মধ্যে একজন  আউব মিঞাঁ।  বাড়ি মালদা জেলার মানিকচক থানা। তার কাছ থেকে ২ লাখ ৪৮ হাজার টাকা। উদ্ধার হয়। এবং অন্যজনের নাম রফিকুল মোল্লা। বাড়ি বসিরহাট থানা। তার কাছ থেকে উদ্ধার হয় ৪ লাখ টাকা। জানা যায়,   বৈধ কাগজ পত্র না দেখাতে পারায় তাদের টাকা বাজেয়াপ্ত করা হয়।

Show More

Related Articles

Back to top button
Close
Close
%d bloggers like this: