West Bengal
ভোট-সংঘর্ষ-রক্তপাত
রাজ্যের ষষ্ঠ দফা নির্বাচনে চললো বিক্ষিপ্ত সংঘর্ষ , ঝরলো রক্ত। এদিন রাজ্যের ষষ্ঠ দফা নির্বাচনে কাঁথি লোকসভার অন্তর্গত খেজুরির ১৭২ নং বুথে বিজেপি সমর্থিত, গ্রামবাসীদের উপর তৃণমূল কংগ্রেসের কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। আতঙ্কিত হয় পড়েন গ্রামবাসীরা।