Nation
মজার বেপার সন্ত্রাস ধ্বংসের নামে ভোট চাইছেন মোদী , নিজের ঘরে মরছে সেনা , কাঁদছে পরিবার
আমাদের গনতন্তের এই মাওবাদীরা সুবিধা বুঝে কখনো কখনো সমঝোতা করে সুবিধে নেয় আর সুযোগ বুঝে হামলা চালায়।
কিষেন জী এর নাম মনে আছে, তিনি মমতা ব্যানার্জি কে মুখমন্ত্রী হিসাবে দেখতে চেয়ে ছিলেন। তার পর বহু মাওবাদী যারা আন্দোলন করেছিল মমতার সাথে , অবশ্য তাদের অনেকেই মোটা টাকা সহ পুনর্বাসন পেয়েছিলেন , কিন্তু যাদের ঘরে রক্ত ঝরেছিল তারা আজ অন্ধকারে।
রাজনীতি বড় আজব বিষয়। তেমনই একটি ঘটনা।