Youth

মদের আসরেই শুরু বচসা আর সেখান থেকেই খুন !

কারন এখন যাই হোক না কেন, ছোটো হোক কী বড় কাউকেই খুন করতে এখন হাত কাঁপে না মানুষের।

@ দেবশ্রী : আবারও বচসাকে ঘিরেই ঘটে যায় প্রাণ হানি। মদের আসরে, বচসার জেরে বন্ধুকে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে হাওড়ার জগাছা এলাকায়। ইতিমধ্যেই মৃতের পরিবারের তরফে থেকে অভিযুক্তের বিরুদ্ধে জগাছা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবকের খোঁজে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। সূত্রের মাধ্যমে জানা যায়, এক প্রতিবেশী তরুণীকে উত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করেই মদের আসরে বচসায় জড়িয়েছিল ওই দুই যুবক।

জানা যায়, রবিবার রাতে জগাছা জিআইপি কলোনির এক মাচায় বসে মদ্যপান করছিলেন শুভজিত্‍ ও চন্দন বেরা নামে দুই যুবক। হটাৎই তাঁদের মধ্যে বচসায় শুরু হয়। অভিযোগ ওঠে, সেই সময় চন্দনকে নৃশংসভাবে খুন করে শুভজিত্‍। খুনের পর মৃতের দুটি পা চিরে দেয় অভিযুক্ত শুভজিৎ। এরপর রক্তাক্ত অবস্থায় চন্দনকে ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্ত। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় চন্দনকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাতে শেষ রক্ষা টুকু হয়নি। চিকিত্‍সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে জগাছা থানায় মৃতের পরিবার অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তদন্ত।

মৃত যুবকের মা উর্মিলা বেরার বক্তব্য, অন্যান্য দিনের মতোই রবিবার সকালে কাজে বেড়িয়েছিল চন্দন। তারপর দুপুরে বাড়িতে খেতে আসে। এরপর তাঁকে একাধিকবার ফোন করে ডেকে নিয়ে যায় শুভজিত্‍। স্থানীয় সূত্রে জানা যায়, চন্দনের প্রতিবেশী এক তরুণীকে দীর্ঘদিন ধরে ফোন করে বিরক্ত করত শুভজিত্‍। একাধিকবার তাকে বারণ করেছিল চন্দন। কিন্তু তা শোনেনি শুভজিত্‍। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, সেই বিষয়ে কথা কাটাকাটির কারণেই খুন করা হয়েছে যুবককে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, তদন্ত শুরু হয়ে গেছে, এবং খুব শীঘ্রহি অভিযুক্ত উপযুক্ত শাস্তি পাবে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: