West Bengal
‘মদ খাবেন না’ – বলাটা দুস্কর , বললেই খেতে হবে মার অথবা গুলি
মদ খাওয়ার প্রতিবাদ করায় বেধড়ক মারধর করে এবং প্রাণনাসের হুমকি দেয়।
প্রত্যেকদিন সন্ধ্যার সময় মদের আসর বসতো। দীর্ঘদিন মদ খেয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করতো।ঘটনাটি ঘটেছে অশোকনগর এ জি কলোনি মানিকতলায়। গতকাল রাত নটা নাগাদ সুকুমার হালদার নামক এক ব্যক্তির বাড়ির সামনে কয়েকজন যুবক মদ খাচ্ছিলো ,অশ্লীল ভাষায় গালিগালাজ করছিল। ঐ ব্যক্তি প্রতিবাদ করাতে তাঁর ওপর চড়াও হয় এবং তাঁকে লাথি, ঘুসি ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে। বাঁচাতে গেলে ঐ ব্যক্তির স্ত্রী ও তাঁর ছেলেকে মারধোর করে। তাঁদের চেঁচামেচি শুনে পাড়ার লোক ছুটে আসতে সেখান থেকে মধ্যক যুবকরা পালিয়ে যায়। যাওয়ার আগে বলে যায় এবার এসে তোদের গুলি করে মারব। অশোকনগর থানায় এসে অভিযোগ জানিয়েছে, তদন্তে অশোকনগর থানা।