West Bengal
“মনে হচ্ছে দক্ষীনারায়ণ-এর খুব পছন্দের জায়গা গোসাবা” – আবারো খোঁজে বন দপ্তর
আবারো দশদিন পরে গোসাবাতে বাঘের হামলা হলো

তিয়াসা মিত্র : আবারো বাঘের পদার্পনের চিত্র উঠে এলো গোসাবাতে মঙ্গলবার সকালে গোসাবার বালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মথুরাখণ্ড এলাকায় বাঘের পায়ের ছাপ লক্ষ করা গিয়েছে। স্থানীয়দের দাবি, একাধিক গবাদি পশুর উপরও হামলা চালিয়েছে বাঘটি। গ্রামবাসীরা বলেছেন নদীর চড়ে বাঘমামার টাটকা পায়ের চাপ লক্ষ্য করেছে গ্রাম বাসীরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন ব্যাঘ্র প্রকল্পের বিদ্যা রেঞ্জের কর্মীরা। এলাকা দ্রুত জাল দিয়ে ঘেরার কাজ শুরু হয়। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় বিধায়ক সুব্রত মণ্ডলও ঘটনাস্থলে গিয়েছেন।
আবারো দশদিন পরে গোসাবাতে বাঘের হামলা হলো। কি কারণে ইদানিং এত ঘন ঘন বাঘমামার হামলা হচ্ছে তাই নিয়ে একটি সরগরম অবস্থা গোটা গোসাবা জুড়ে।