West Bengal

মর্মান্তিক পথ দুর্ঘটনা পানাগড়ে : সরকারী বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত ২,আহত ২০:

কোটি কোটি টাকার SAVE DRIVE SAFE LIFE সবই বৃথাই , আফসোস গ্রামবাসী দের

সরকারী বাসের চালকের ভুলে সাত সকালে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। ২নং জাতীয় সড়কের ওপর পানাগড়ের পেপসি গেটের কাছে কলকাতা থেকে পুরুলিয়াগামী দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ডাম্পারের। ঘটনায় আহত হন প্রায় ২০-২২জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রাজবাঁধে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় দুজনের। মৃতদের নাম প্রদীপ অধিকারী(৪৫) ও সৈকত দাস(৩৫)। ৬জনকে হাসপাতালের ইন্সেন্টিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। ডাম্পার চালক ও আরো একজনকে আনা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পানাগড় এলাকায় প্রায় দিনই দুর্ঘটনা ঘটছে। দিনের দিন বেড়েই চলেছে দুর্ঘটনা। আজকের এই ঘটনায় সম্পূর্ণভাবেই দায়ী সরকারী বাসের চালক। এত দুর্ঘটনার পরেও এরা সচেতন হচ্ছে না। কিছু মানুষের ভুলে কত মানুষের এভাবে প্রাণ চলে যাচ্ছে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: