Life Style
মশা মারা থেকে ,সর্দির বন্ধ নাক খুলতে ব্যবহার করুন কর্পূর ,ফল পাবেন হাতে নাতে
অতিরিক্ত চুল ঝরে যাচ্ছে! ব্রণর সমস্যা ! চিন্তা না করে ব্যবহার করুন কর্পূর।
সেই প্রাচীনকাল থেকে আমরা জেনে এসেছি গন্ধের দিক থেকে কর্পূরের জুড়ি মেলা ভার। তাই তো বাড়ির পূজাপার্বনে ধুনোর সঙ্গে, বা কোনো খাওয়ারে সুগন্ধ আনার ক্ষেত্রে কর্পূর এক এবং অদ্বিতীয়। কিন্তু আপনি জানেন কি শুধু এই ক্ষেত্রেই নয় ,কর্পূরের রয়েছে আরো কিছু গুনাগুন। ঘরে অতিরিক্ত মশা কর্পূরের সাহায্যে দূর করুন সহজেই। এছাড়া সর্দিতে নাক বন্ধ হয়ে গেলেও কর্পুরের সাহায্যে দূর করতে পারেন বন্ধ নাকের সমস্যা। কিংবা আপনার যদি অতিরিক্ত চুল ঝরে যায় ,হয় ব্রণর সমস্যা এতেও কিন্তু কাজ দেবে কর্পূর। তাহলে আর চিন্তা কি কর্পূর আনুন আর দূর করুন নানান সমস্যা।