Uncategorized

মহারাষ্ট্রে পথ দুর্ঘটনা, মৃত বিজেপি বিধায়কের পুত্র সহ ৭ মেডিকেল পড়ুয়া

শোক প্রকাশ নরেন্দ্র মোদির এবং আর্থিক সাহায্যপি দেওয়ার প্রতিশ্রুতি

তিয়াসা মিত্র : ঘন অন্ধকারের মধ্যে দিয়ে দৌড়াচ্ছিলো গাড়ি কিন্তু আচমকা গাড়ির সামনে এসে যায় এক বন্য প্রাণী যার কারণে চালক জোরে ব্রেক কোষে এবং গতি সামলাতে না পেরে গাড়িটি ঢুকে যায় পাশের নর্দমায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাত ডাক্তারি পড়ুয়ার। মৃতদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রের এক বিজেপি বিধায়কের ছেলেও। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্র্রের ওয়ার্ধার সেলসুরায়। মৃতদের প্রতি শোকপ্রকাশ করে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটে জানিয়েছেন, মৃতদের পরিবারবর্গকে এককালীন দু’লক্ষ টাকা আর্থিক সহায়তা করা হবে। আহতরা পাবেন ৫০ হাজার টাকা।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: