Nation

মাওবাদী হামলা

বিস্ফোরণে নিহত বিজেপির বিধায়ক সহ চার

বৃহস্পতিবার প্রথম দফায় লোকসভা নির্বাচন। মঙ্গলবার শেষ প্রথম দফার ভোট প্রচার সেরে ফিরছিলেন বিজেপির বিধায়ক ভীমা মাণ্ডবী। তখন তাঁর কনভয় লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা।ঘটনায় নিহত হন আরও চারজন। তাঁদের মধ্যে তিনজন পুলিস কর্মী ও একজন বিধায়কের গাড়ির চালক।ঘটনাটি ছত্তিসগড়ের দান্তেওয়াড়ায়। এই ঘটনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে লেখেন, ”শ্রী ভীমা মাণ্ডবী ছিলেন বিজেপির একনিষ্ঠ কর্মী। পরিশ্রমী ও উদ্যমী ওই নেতা সব সময় ছত্তিসগড়ের মানুষের জন্য কাজ করতেন। তাঁর মৃত্যু প্রচণ্ড যন্ত্রণাদায়ক। তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।”

Show More

Related Articles

Back to top button
%d bloggers like this: