Sports Opinion
মাঠের দর্শকরা খুশি, ভারত টসে হেরেছে মানে জিতবেই।বিরাট কোহলির টসে হারার ধারা অব্যহত, বুক বাঁধছেন দেশের মানুষ।
প্রথমে ব্যাটিং করবে নিউজিল্যান্ড, টসে হারল ভারত, আজ সেমিফাইনাল।টান টান লড়াই।
টসে হারার ধারা অব্যহত বিরাট কোহলির, টস জিতলেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ।কেন উইলিয়ামসন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। এই উইকেট ব্যাটিং উইকেট।মেঘলা আকাশ তার উপর ম্যাঞ্চেস্টারের খেলা । এই সুযোগ হারাতে চান না কেন উইলিয়ামসন , তাই টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিতে ভুল করলেন না।
পরিবর্তন হয়েছে ভারতীয় দলে একটি । যুজবেন্দ্র চাহাল এলেন কুলদীপ যাদবের বদলে দলে। আজ কিউয়িদের বিরুদ্ধে তিন পেসার ও দুই স্পিনারে খেলবে ভারত, আগে এই রসায়নেই সাফল্য এসেছে। ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া ও বুমরা পেস বিভাগে। জাদেজা ও চাহাল স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন। সব মিলিয়ে উত্তেজনা। অপিনিন টাইমস লাইভ আপডেট দেবে দিন ভোর দেখতে থাকুন।