Women

মাথুরাপুরে তেঁতুলবেড়িয়ায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

মাথুরাপুরে গৃহবধূকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ি বিরুদ্ধে,ঘটনার তদন্তে পুলিশ

গৃহবধূকে মারধর করে, গলায় দঁড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠলো শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে ১৯ শে মে রবিবার ,মাথুরাপুরের  তেঁতুলবেড়িয়া গ্রামে। জানা গেছে মাস দুয়েক আগে জয়নগরের বাইশহাটা গ্রামের ২১বছরের জাসমিনার সঙ্গে শাহেনশাগাজীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই পনের জন্য জাসমিনার ওপর অত্যাচার করতো তার শ্বশুরবাড়ির লোকজন। এছাড়া যেহেতু তার শ্বশুরবাড়ির সবাই তৃণমূল কংগ্রেসের সাপোর্টার ছিল  আর জাসমিনা  ছিল এসইউসির রিপোর্টার তাই এই ব্যাপারে তার শ্বশুরবাড়ি জাসমিনার   ওপর সন্তুষ্ট ছিল না। জানা গেছে ১৯শে মে  জাসমিনা  তৃণমূলকে  ভোট দিতে না চাওয়ায়   এই বচসা বাঁধে এমনি অভিযোগ এনেছেন জাসমিনার পরিবারের লোকজন ও এসইউসির নেতৃত্ব। তবে এই ঘটনার সত্যতা এখন যাচাই হয় নি। জাসমিনার বাবা পুলিশে অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তবে তৃণমূলকে সমর্থন করার ব্যাপারে তৃণমূলের এক জনৈক নেতা জানান এটা পারিবারিক সমস্যা এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: