Big Story

মাধ্যমিকে দশম স্থান অধিকারী অঙ্কিতা কুণ্ডু

মাধ্যমিকে দশম স্থানে রয়েছেন হাবরার কামিনীকুমার গার্লস হাইস্কুলের অঙ্কিতা কুণ্ডু। স্কুলের দ্বিতীয় স্থানের ছাত্রী ছিল সে। কখনো ভাবতে পারেনি সে রাজ্য স্থরে কোন স্থানে জায়গা পাবে। নিদিষ্ট কোন রুটিন করে পড়াশুনাও করত না। স্কুল শিক্ষিকা হতে চায় সে। নিম্নবিত্ত পরিবারের মেয়ে সে। বাবা বিভাস কুন্ডু পেশায় ব্যবসায়ী, বাজারে হার্ডওয়ারের দোকানে কাজ করে । বাবা দিনের বেশির ভাগ সময় দোকানে থাকেন আর মা সাংসার সামলান। অঙ্কিতার সফল্যের পিছনে তার বাবা-মার পাশাপাশি তার স্কুলের ও গৃহশিক্ষকের বড় ভূমিকা রয়েছে বলে জানায় সে।

Show More

Related Articles

Back to top button
%d bloggers like this: