Entertainment

মানবিক বরুন !

শুধু সিনেমার নায়ক না ড্যান্সারকে অর্থ সাহায্য করে বাস্তব জীবনের নায়ক হয়ে উঠলেন বরুন ধাওয়ান

করণ জোহরের  ‘স্টুডেণ্ট অফ দা ইয়ার’ দিয়ে শুরু তাঁর বলিউডে হিরো হওয়ার যাত্রা ,তারপর একে একে ‘ম্যায় তেরা হিরো’, ‘হামটি শর্মা কি দুলহানিয়া ‘-র মতো বহু ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। তাঁর ভক্তের সংখ্যাও বলিউডে কিছু কম নয়। অভিনয় থেকে নাচ তাঁর প্রসংশায় মুগ্ধ নিন্দুকেরাও। তিনি আর কেউ নন বলিউডের জনপ্রিয় নায়ক বরুন ধাওয়ান। সিনেমায় যাঁর হিরোগিরিতে আমরা মুগ্দ্ধ,  সেই বরুন ধাওয়ানেরই এক মানবিক রূপ ফুটে উঠলো তাঁর ফ্যান মহলে। এর আগে বলিউডের অনেক তারকাই দুস্থ ,অসুস্থ  মানুষের পাশে দাঁড়িয়েছেন এবার সেই একই খাতায় নাম লেখালেন বরুণও। কিছুদিন আগে ডাবল ফ্রন্ট ফ্লির নাচতে গিয়ে কার্তিক নামের এক খুদে ড্যান্সার ঘাড়ে আঘাত পায় ,তার অস্ত্রোপচারের জন্য যা অর্থের প্রয়োজন তার বাড়ির লোকের ক্ষমতা নেই সেই ব্যায়ভার বহন করার। আর তাই বরুণ ধাওয়ান কার্তিকের চিকিৎসার জন্য ,৫ লক্ষ টাকার মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কার্তিকের পরিবারের দিকে।ইনস্ট্রাগ্রামে একটি গ্রূপের মাধ্যমে এই খবর পাওয়া গেছে। আর এই ভাবে খুদে নৃত্যশিল্পীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তিনি প্রমাণ করে দিলেন তিনি শুধু রুপোলি তারকাই নন বরং একজন মানবিক নাগরিকও বটে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: