Entertainment
মানসিক অবসাদগ্রস্ত আলিয়াকে সামলান রণবীর, জানালেন স্বয়ং অভিনেত্রী
"কলঙ্ক" ভালো ব্যবসা করতে পারেনি। ফলে মনের দিক থেকে ভেঙে পড়েছিলেন আলিয়া।
তানিয়া চক্রবর্তী : “কলঙ্ক” ছবিতে নিজের চরিত্রের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন আলিয়া। কিন্তু তার আশানুরূপ ফল পাননি অভিনেত্রী। মুক্তির আগের দিন ছবিটি দেখেই বুঝতে পারেন, তাঁর এই সিনেমা মোটেই ভালো ব্যবসা করতে পারবে না বক্স অফিসে। আর তাঁর ভাবনা সত্যিই হয়ে দাঁড়ায়। এই ঘটনার পর মনের দিক থেকে ভেঙে পড়েছিলেন আলিয়া।
এমন অবস্থায় আলিয়ার মন ঠিক করতে এগিয়ে আসেন রণবীর কাপুর। তাঁর কথায়, কঠোর পরিশ্রমের ফল সব সময় আশানুরূপ হয়না। তবে কঠোর পরিশ্রম করা কখনও ছাড়তে নেই। সাফল্য একদিন ঠিকই আসবে। রণবীর কাপুর ভালভাবে বোঝানোর পরই “কলঙ্ক” -এর ভরাডুবির মন খারাপ থেকে বেরিয়ে আসতে পারেন অভিনেত্রী।