মানসিক অবসাদের জেরে আত্মঘাতী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র … প্রাথমিক ধারনা
বেলদার মেসে মিলল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্রের ঝুলন্ত দেহ
প্রেরনা দত্ত : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিত শাস্ত্রে গবেষণারত এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত গবেষণারত ছাত্রের নাম প্রিয়দীপ দাস (২৮)।ওই ছাত্রের বাড়ি পশ্চিম মেদিনীপুরেরই কেশিয়াড়ি থানা এলাকার ধলবেলুন গ্রামে। অবসাদেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।মৃত্যু ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে।
স্থানীয় ও পারিবার সূত্রে জানা গিয়েছে, প্রিয়দীপ বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গণিত নিয়ে গবেষণা করছিলেন। মেধাবী ছাত্র ছিল প্রিয়দীপ দাস। বেলদা কলেজ থেকে স্নাতক হওয়ার পর স্নাতকোত্তর করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছিল।শনিবার দুপুর দেড়টা নাগাদ বেলদার দেউলি এলাকার ওই মেস থেকে প্রিয়দীপের দেহ উদ্ধার হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অ্যাডভান্সড অ্যালজেব্রা নিয়ে পিএইচডি করছিলেন প্রিয়দীপ। তাঁর বন্ধুদের কাছ থেকে জানা গিয়েছে, মাস তিনেক হল এই মেসে থাকছিলেন ওই ছাত্র।
বেলদা কলেজের গণিতের অধ্যাপক বাসুদেব জানিয়েছেন, কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা আশানুরূপ না হওয়ায় মুষড়ে পড়েছিলেন প্রিয়দীপ। দরজা ভেঙে পুলিশ প্রিয়দীপের ঝুলন্ত দেহ উদ্ধার করে। তাঁর পরিবার ও শিক্ষকমহল সূত্রে জানা গিয়েছে, কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউয়ের পর থেকেই একটা মানসিক অবসাদ দেখা দিয়েছিল। বর্তমানে তাঁর চিকিৎসাও চলছিল কলকাতার একটি নামী হাসপাতালের এক মনোবিদের তত্ত্বাবধানে।তাঁর বন্ধুদের বক্তব্য, কয়েক দিন ধরেই একদম চুপচাপ হয়ে গিয়েছিলেন প্রিয়দীপ। কারও সঙ্গেই বিশেষ কথা বলতেন না।