Entertainment

মানসিক অবসাদের জেরে মৃত্যু দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ তারকার

বন্ধ ঘর থেকে উদ্ধার করা হয়েছে বছর পঁচিশের ওই জনপ্রিয় পপ তারকার মৃতদেহ।

তানিয়া চক্রবর্তী :  মানসিক অবসাদের জেরে মৃত্যু হল দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ তারকা সুল্লির। দক্ষিণ কোরিয়ার সিওল থেকে উদ্ধার করা হয়েছে বছর পঁচিশের ওই জনপ্রিয় পপ তারকার মৃতদেহ। ঠিক কি কারণে এমন সিদ্ধান্ত নিলেন ওই তারকা তা এখনও ধোঁয়াশায়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, নারী স্বাধীনতা এবং তাঁদের অধিকার নিয়ে সব সময়ই সরব ছিলেন সুল্লি। ইনস্টাগ্রামসহ বাকি সোশ্যাল নেটওয়ার্কেও তিনি বেশ জনপ্রিয় ছিলেন। যার ফলে বিভিন্ন সময়ই তাঁকে নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে পড়তে হয়েছে বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই সব কটাক্ষ সহ্য করতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন ওই মডেল।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: