Entertainment

মুকুট টা তো পরেই আছে রাজাই শুধু নেই

আজ ১লা মে শহরজুড়ে পালিত হচ্ছে প্রবাদপ্রতিম সংগীতশিল্পী মান্না দে’র জন্ম শতবর্ষ

কফি হাউসের সেই আড্ডা নেই ,নেই মঈদুল,সুজাতা ,রমা রায়রা ,তার জায়গায় কফি হাউসের চেয়ার ভোরে উঠেছে, নতুন নতুন মুখে ,তবু তারা আছেন ,যতদিন কফি হাউস থাকবে ততদিন থাকবেন,  মানুষের মনে উজ্জ্বল হয়ে। আর   তার সাথেই অমর হয়ে থাকবেন, এই গানের শ্রষ্ঠা মান্না দে। কারণ শিল্পীর মৃত্যু নেই ,শিল্পী বেঁচে থাকে তার কাজের মধ্যে দিয়ে। দীর্ঘ কাজের জীবনে প্রায় সাড়ে তিন হাজার গান গেয়েছেন তিনি। সংগীত জীবন শুরু করেছিলেন কাকা কৃষ্ণচন্দ্র দের কাছ থেকে গান শিখে। ১৯১৯সালে কলকাতায় তাঁর জন্ম। তাঁর আসল নাম প্রবোধ চন্দ্র দে। তবে তিনি মান্না দে নামেই শ্রোতাদের কাছে পরিচিত। তিনি পদ্মভূষণ ,দাদাসাহেব ফাল্কে ,ফিল্ম ফেয়ার ,প্রভূত পুরস্কারে ভূষিত হন। একাধারে রাগাশ্রয়ী ,অন্যদিকে আধুনিক সব ধরণের গানেই তিনি ছিলেন সাবলীল। আজ তার জন্মশতবর্ষ উপলক্ষে,শহরজুড়ে বিভিন্ন অনুষ্ঠান পালিত হচ্ছে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: