সারা দেশে আগামীকাল কালাদিবস পালন করবে চার লক্ষ চিকিৎসক। দেশের সমস্ত জেলায় জেলাশাসকদের দপ্তরে ধরনা দেবেন তাঁরা কাল সকালে। এরাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে ইমেইল পাঠানো হবে দিল্লী এইমস (AIIMS)-এ আগামী কাল এনআরএস হাসপাতালের আন্দোলনরত চিকিৎসকদের সংহতিতে ধর্মঘটে যাচ্ছেন চিকিৎসকরা। মহারাষ্ট্র, তেলেঙ্গানাসহ বিভিন্ন রাজ্যের ডাক্তাররাও প্রতিকী ধর্মঘটের প্রস্তুতি নিচ্ছেন। ইংল্যান্ডে কর্মরত চিকিৎসকরা কাল কালো ব্যাজ পরে চিকিৎসা করতে চলেছেন। জাতীয়, আন্তর্জাতিক সংহতিতে আপ্লুত এরাজ্যের চিকিৎসকসমাজ। কলকাতা ও জেলায় জেলায় বহু শান্তিপ্রিয়, শুভবুদ্ধিসম্পন্ন মানুষ পথে নামছেন, পাশে দাঁড়াচ্ছেন ছাত্র-যুব-মহিলারা। দম্ভের কাছে মাথা না নোয়ানোর চ্যালেঞ্জ গ্রহণ করেছি আমরা চিকিৎসকরা।