মুখ্যমন্ত্রীর ভাইপো ও কলকাতা মেয়র ববির কন্যা মমতা সরকারের বিপক্ষে !
ঘরে বাইরে চাপে মমতা ব্যানার্জী , তৃণমূলের নেতারাও সমর্থনে নিমরাজী - 'কি হবে আগামীতে সঙ্কটময় তৃণমূল'
গতকাল মুখ্য মন্ত্রীর ভাইপো ডাক্তার আবেশ বন্দ্যোপাধ্যায় যোগ দিলেন আন্দোলনে। কেপিসি মেডিক্যাল কলেজের ছাত্র আবেশ সদলবলে ছাত্র হাজির হলেন এনআরএস হাসপাতালে। পূর্ণ সমর্থন করলেন এই আন্দোলন কে , কিন্তু প্রশ্ন ওনার পিসি কি বলবেন এই আন্দোলন কে সমর্থন করার ক্ষেত্রে।
অপিরদিকে ববি হাকিমের মেয়ে গত কাল ফেসবুকে লেখেন যে , তিনি তৃণমূলের সমর্হক হিসেবে লজ্জিত যে কোনো নেতৃত্ব এই সমস্যা সমাধানের দিকে এগোচ্ছেন না। এই ফেসবুক পোস্ট নিয়ে রীতি মত চাপে পড়েছেন মন্ত্রী ববি হেকিম। দুজনেই এই আন্দোলনকে নৈতিক সমর্থন করেছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বিক্ষোভরত চিকিৎসকদের নিন্দা করেন , বুধবার সাংবাদিক সম্মেলনে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি । ঠিক সেই সময় এনআরএস হাসপাতালে আসেন ডাক্তার আবেশ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের পাশে দাঁড়ানোয় স্বাভাবিক ভাবেই অস্বস্তি তৃণমূল কংগ্রেসের অন্দরে।
একদিকে মুখ্যমন্ত্রীর ভাইপো ডাক্তার আবেশ বন্দ্যোপাধ্যায় অন্যদিকে শাব্বা হাকিম ববি হাকিমের কন্যা দুজনেই মমতা সরকারের বিপক্ষের ভূমিকায় , দলের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনার মুখে।