West Bengal
মুর্শিদাবাদের দৌলতাবাদে ভাইয়ের হাতে দাদা খুন
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার মদনপুর গ্রামে। মৃতের নাম সাদ্দাম হোসেন(৩০)।
জানা গেছে, বুধবার বিকেলে বাড়িতে একটি গৃহ নির্মাণের সময় অশান্তির জেরে ভাইদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সাদ্দাম। তারপরেই অতর্কিতভাবে বচসা থেকে হাতাহাতিতে রূপ ধারন করে। যার ফলে একের পর এক কোদালের বাট দিয়ে আঘাত করেন ভাই- দাদাকে। এই ঘটনায় রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সাদ্দাম। ঘটনার পর ঘটনাস্থল থেকে আক্রান্তকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ইসলামপুর গ্রামীণ হাসপাতালে । তবে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে দেখে চিকিৎসক তাকে প্রথমে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে কলকাতায় স্থানান্তরিত করেন। তবে সেখানে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনাস্থলে পৌঁছে দৌলতাবাদ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বহরমপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়।