Economy Finance

মূল্যবৃদ্ধির আগুনের প্রভাব এবার পেট্রোল ডিজেলের উপরেও।

ঘরে হোক কী বাইরে, দাম মেটাতে মেটাতেই হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।

@ দেবশ্রী : ক্রমশই বেড়ে চলেছে জিনিসপত্রের দাম। আর তার প্রভাব সব থেকে যাদের উপর বেশি পড়ছে তারা হল মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত। কিছু জিনিস কিনতে গেলেই, প্রায় হিমশিম খেয়ে যাচ্ছে সাধারণ মানুষ। এবারে এই মূল্যবৃদ্ধির প্রভাব এসে পড়েছে পেট্রোল ডিজেলের উপরেও। তড়তড়িয়ে বাড়ছে তেলের দাম। এছাড়াও জিএসটির জন্যেও ক্রমেই তেলের দামের উপরেও প্রভাব পড়ছে। যার ফলে এক কথায় বলা যায় রীতিমত কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের অর্থনীতি। এছাড়াও আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠাপড়া তো লেগে রয়েছে।

শনিবারের পাওয়া এক রিপোর্ট অনুযায়ী সকল গুরুত্বপূর্ণ শহর গুলিতে প্রায় ১৭-১৮ পয়সা করে দাম বেড়েছে ডিজেলের। তবে পেট্রোলের দাম একই রয়েছে। দাম বাড়ার ফলে এই মুহূর্তে দিল্লিতে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৬৭.৪১ টাকা প্রতি লিটার, কলকাতাতে রয়েছে ৬৯.৮৩ টাকা প্রতি লিটার। এছাড়াও মুম্বইতে এই মুহূর্তে ডিজেলের দাম ৭০.৭৩ টাকা প্রতি লিটার। চেন্নাইতে এই মুহূর্তে ডিজেলের দাম ৭১.২৭ টাকা প্রতি লিটার। বিগত তিন দিনে ডিজেলের দাম বেড়েছে ৪০ পয়সা যা কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট।

তবে শনিবারে দিল্লিতে পেট্রোল পাওয়া যাচ্ছে ৭৪.৭৪ টাকা প্রতি লিটার। কলকাতাতে ৭৭.৪০ টাকা প্রতি লিটার। মুম্বইতে ৮০.৪০ টাকা প্রতি লিটার এবং চেন্নাইতে ৭৭.৭০ টাকা প্রতি লিটার। অর্থাত্‍ শুক্রবারের পরে এখনও পর্যন্ত বাড়েনি পেট্রোলের দাম। যদিও শুক্রবারেই দাম বেড়েছিল পেট্রোল এবং ডিজেলের। পেট্রোলের দাম বেড়েছিল ৬ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছিল ১৫-১৬ পয়সা। সেখান থেকে শনিবার আবারও দাম বাড়াতে মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের।

শুক্রবার চেন্নাইতে পেট্রোলের দাম ছিল ৭৭.৭০ টাকা প্রতি লিটার। এছাড়াও দিল্লিতে পেট্রোলের দাম ছিল ৭৪.৭৪ টাকা প্রতি লিটার। কলকাতাতে পেট্রোলের দাম ছিল ৭৭.৪০ টাকা প্রতি লিটার। এছাড়াও বানিজ্যনগরী মুম্বইতে পেট্রোলের দাম ছিল ৮০.৪০ টাকা প্রতি লিটার। চেন্নাইতে ১৬ পয়সা বেড়ে ডিজেলের দাম ছিল ৭১.০৯ টাকা প্রতি লিটার। রাজধানী দিল্লিতে ১৫ পয়সা বেড়ে দাম হয়েছিল ৬৭.২৪ টাকা প্রতি লিটার। কলকাতাতে দাম ছিল ৬৯.৬৬ টাকা প্রতি লিটার এবং বানিজ্যনগরী মুম্বইতে ডিজেলের দাম ৭০.৫৫ টাকা প্রতি লিটার।

সব মিলিয়ে এই মুহূর্তে প্রত্যেক জিনিসের দামই চড়া, যার জেরে সাধারণ মানুষকে করতে হচ্ছে নানান সমস্যার সম্মুখীন। ঘরের মধ্যে রান্নাঘর সামলানো হোক কিংবা, রাস্তায় বের হওয়া। সবদিকেই যেন কেবল সমস্যা। ক্রমশই বেড়ে চলেছে জিনিসপত্রের দাম।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: