Weather

মেঘলা আকাশ কেটে যাবে , কিন্তু হতে পারে ভারী বৃষ্টি

নিষেদ জারি রইলো- মৎস্যজীবীরা সমুদ্রে যাবেন না , নিষেধ জারী আবহাওয়া দফতরের

জলময় কলকাতা নিস্তারের পথে। তবে এখনো শহর জুড়ে ৪০% জল বন্ধি মানুষ বিপদের মধ্যে।কলকাতার আকাশ অনেকটাই সাফ টানা ৭২ ঘণ্টা দুর্যোগের পর সোমবার। হাল হালকা রোদও উঠেছে।কলকাতার বিভিন্ন এলাকায় রবিবার সন্ধেয় বৃষ্টি হওয়ায় এখনও জল জমে রয়েছে । সম্ভবনা আকাশে আপাতত মেঘ না থাকলেও বিকেলের দিকে মাঝে মধ্যে দু’এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।আলিপুর আবহাওয় দফতর এমনটাই পূর্বাভাস দিয়েছে ।

খানিকটা চিন্তা কমেছে দক্ষিণ বঙ্গের চাষীদের কারণ বৃষ্টির দেখা পাঁচিল না। মাঠে ফসল থাকলেও জলের অভাব , কিন্তু কদিনের বৃষ্টির মুখ দেখা কিছুটা স্বস্তি। আজকের আবহাওয়া জেনে রাখা ভালো আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুরের কিছু অংশে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: