Big Story
মেট্রো বিভ্রাট !
আবারও ব্যস্ত সময়ে মেট্রো বিভ্রাটের জেরে ভোগান্তির শিকার হতে হল মেট্রো যাত্রীদের।
আজ সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ হটাৎ-ই মেট্রো বিভ্রাট শুরু হয়। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগে সমস্যার কারণে থমকে যায় মেট্রো পরিষেবা। ফলে বিপাকে পড়েন অফিস ফেরত যাত্রীসহ অনেকেই। নোয়াপাড়া থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে।
আপাতত আপ এবং ডাউন লাইনে সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছে।
ফলস্বরূপ শহরের রাজপথে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বাসে অত্যাধিক ভিড় আর ক্যাবের ভাড়াও বাড়ছে আকাশছোঁয়া। যাত্রী স্বাছন্দ্যে জোর দেওয়ার কথা মেট্রো কর্তৃপক্ষ বার বার বলা সত্ত্বেও কাজে তা হয়নি। এছাড়াও লাইন রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে বহুবার মেট্রো থমকে গিয়েছে।