মেসির বর্ষসেরা ফুটবলার হওয়া নিয়ে উঠল বিতর্ক
মেসিকে সেরা বাছা নিয়ে অনিয়ম হয়েছে, এমনটাই দাবি ফিফার কোচেদের।
তানিয়া চক্রবর্তী : ফিফার বিচারে লিওনেল মেসি হয়েছেন বর্ষসেরা ফুটবলার। এই নিয়ে বির্তকের শেষ নেই কোচেদের মধ্যে। দুটি দেশের জাতীয় কোচের দাবি, সেরা ফুটবলার পদের জন্য বার্সেলোনা তারকা তাদের প্রথম পছন্দ নয়। কিন্তু মেসিকে যারা ভোট দিয়েছেন সেই তালিকায় তাদের নাম রয়েছে। এই তালিকাটি ফিফা থেকে প্রকাশ করা হয়। অনেকে ফিফার বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগও এনেছেন বলে জানা গেছে। বিশ্বসেরা ফুটবলের কেটি মহল এও দাবি করেছিলেন, সেরা ফুটবলার পুরস্কারটি লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ফান ডাইকের প্রাপ্য ছিল। তারা আরও জানান, যেহেতু প্রতিবারের মতো এই বারও মেসির খেলায় সেই রকম কোনো উন্নতি ছিল না। ফলে এই পুরস্কারটি তাঁকে দেওয়া যুক্তিযুক্ত নয় বলে জানিয়েছেন তাঁরা। এমনকি ইউরোপের সেরা টুর্নামেন্টে সৰ্বাধিক গোল করাকেও তাঁরা বিচার্য বলে মনে করেননি। অনেকে মহম্মদ সালাহকেও এই পুরস্কারের প্রাপ্য প্রতিযোগী বলে মনে করেন।