মেয়ে কে দত্তক নেন মহারাষ্ট্র থেকে , তাকেই জন্মদিনে ‘রানী’ সাজালেন সানি
সপরিবারে নিজের বাড়িতেই জন্মদিন পালন হল সানি ও ড্যানিয়েলের কন্যা নিশার।
শীর্ষা সেন : ২০১৮ সালে ডিজনিল্যান্ডে নিশার জন্মদিন পালন করেছিলেন। এবছর সানি নিজের বাড়িতেই নিজের হাতে আয়োজন করেন নিশার জন্মদিনের পার্টি। সেখানেই মেয়ে নিশা কে রাজকুমারী সাজিয়ে জন্মদিন পালন করলেন সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবার।
সানি ও ড্যানিয়েল দুজনেই নিজের ইন্সটা প্রোফাইল থেকে নিশার জন্মদিনের পার্টির ছবি শেয়ার করেন
দেখে নিন তাঁদের সেই ছবি –
https://www.instagram.com/sunnyleone/?utm_source=ig_embed
https://www.instagram.com/dirrty99/?utm_source=ig_embed
ছবি গুলিতে দেখা যাচ্ছে নোয়া ও এশার কে নিয়েই নিশার জন্মদিন পালন করছেন সানি ও ড্যানিয়েল। তিন সন্তান কে নিয়ে বেশ খুশি ওয়েবার পরিবার। এই ছবি এবং ভিডিও দেখার পরে অভিনেত্রীর ভক্তরাও বেশ উচ্ছসিত।
২০১৭ সালে মহারাস্ট্র্রের লাতুর থেকে নিশাকে দত্তক নেন সানি লিওন এবং তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার। নিশা যেন তাঁদের জীবনে ঈশ্বরের আর্শিবাদ। মেয়ের জন্মদিনে আবারও সেই কথাই সবার সামনে তুলে ধরেন সানি এবং ড্যানিয়েল।অন্যদিকে নিশাকে দত্তক নেওয়ার এক বছরের মধ্যেই সারোগেসির মাধ্যমে নোয়া এবং এশারের বাবা-মা হন সানি লিওন এবং তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার।