Sports Opinion

মোহনবাগানের জয় দিয়ে মরশুম শুরু : কিবু ভিকুনার দল মহমেডান কে ২-০ গোলে হারিয়ে জয় যাত্রা

মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী ১২৯ তম ডুরান্ড কাপের উদ্বোধন করেন।কলকাতায় শতবর্ষ প্রাচীন প্রতিযোগিতা প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে ।

মোহনবাগান বৃষ্টি ভেজা যুব ভারতীতে ম্যাচের শুরুতেই আক্রমণে।মিনি ডার্বি ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে ।পুরানো দেখা নতুন আমেজে মোহনবাগান-মহমেডান।সবুজ মেরুন ব্রিগেড ম্যাচে দুরন্ত জয় পেল । বাগানের স্প্যানিশ আর্মাডা বনাম মহমেডানের আফ্রিকান শক্তির লড়াই। আর সেই লড়াইয়ে মহমেডানকে ২-০ গোলে হারাল কিবু ভিকুনার দল।পরপথম ম্যাচেই জোড়া গোল করে কলকাতায় প্রথম ম্যাচেই নিজের জাত চিনিয়ে দিলেন স্প্যানিশ চামারো।

হালকা বৃষ্টি ভেজা যুব ভারতীতে ম্যাচের শুরুতেই আক্রমণে ঝড় তোলে মোহনবাগান।শুরুতেই ম্যাচের ২ মিনিটেই জোসেবা বেইটার সেট পিস থেকে হেডে গোল সালভা চামারো। ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। মোহামেডান পিছিয়ে পরেও খেলাতে ফেরে গোল না পেলেও।সালভা চামারো ২২ মিনিটে আশুতোষ মেহেতার ক্রস থেকে ফের হেডে গোল করে বাগানের হয়ে ব্যাবধান বাড়ায়।কোফি বিরতির ঠিক আগে একা মোহনবাগান গোলকিপার শিল্টন পালকে পেয়েও ব্যর্থ ।রাখা দার আটকে দুরন্ত সেভ শিল্টনের। মোহনবাগান প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে।

মহমেডান দ্বিতীয়ার্ধে শুরু থেকে অবশ্য আক্রমণে জোর বাড়ায়।মোহনবাগান পাসিং ফুটবলে জোর দেয় । মোহনবাগান বলের দখলে মোহামেডান কে পিছনে ফেলে দেয়।কিবু ভিকুনার দল তাতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ।সাদা কালো আক্রমণ বেশ কয়েকবার বাগান রক্ষণকে পরীক্ষার মুখে ফেলে দেয় । বাগান গোলের নীচে শিল্টন ছিলেন এদিন অপ্রতিরোধ্য।
মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী ১২৯ তম ডুরান্ড কাপের উদ্বোধন করেন।কলকাতায় শতবর্ষ প্রাচীন প্রতিযোগিতা প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে ।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: