West Bengal
যাদবপুরে আক্রান্ত বিজেপি প্রার্থী অনুপম হাজরা
যাদবপুরে ১০৯নম্বর বুথে আক্রান্ত হলেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা
যাদবপুরের হেলেন কেলার স্কুলে ১০৯ নম্বর বুথে আক্রন্ত হলেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। জানা গেছে তৃণমূল কংগ্রেসের কিছু মহিলার বিরুদ্ধে মুখে কালো কাপড় বেঁধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ পেয়ে, তিনি বুথ পরিদর্শন করতে যান। সেই সময় তার গাড়ি ভাঙচুর করা হয়। বিজেপির মন্ডল সভাপতি অরিন্দম রায়কেও মারধর করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও সিআইএসএফ -এর ডেপুটি কম্যান্ডারকেও অত্যাচার করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগের তীর স্বাভাবিক ভাবেই তৃণমূলের দিকে। পুরো ঘটনা নির্বাচনী কমিশনের কাছে জানানো হবে বলে জানিয়েছেন অনুপম।