Culture
যাদবপুর রানীকুঠির এন এস সি স্পোর্টস ক্লাবের এবারের থিম ফাঁদ : স্বল্প বাজেটের ভালো পুজো !
রাজনীতির দাদা বা দিদি কেও নেই , তাই বাজেট ছোট। কিন্তু পাড়ার সকলেই ভালো পুজোর উপহার দিতে মরিয়া এবারে।
৮ থেকে ৮০ একটাই কথা , চমক দিতে রাত দিন এক করে দিচ্ছে , কর্ম কর্তারা বললেন আমরা বিশিষ্ট শিল্পী যিনি দূর্গা পুজোতে বহু বড় পুরস্কার পেয়েছেন সেই বিভাস বাবুই এবারে আমাদের শিল্পী। আর এবারে আশাবাদী সংঘঠকরা যে মণ্ডপ পরিদর্শন করলেই দেখতে পাবেন ফাঁদে কিভাবে জীবন চক্র জড়িয়ে যায়। আর সেই ফাঁদেই আটকে জীবন তলিয়ে যায় জীবন সংগ্রাম হতে। সংঘঠকরা এই কঠিন বিষয় নিয়েই এবার উপস্থাপনা করছেন ফাঁদ।
বিশ্বকবির কথায় :
বিশ্বজোড়া ফাঁদ পেতেছ,
কেমনে দিই ফাঁকি–
আধেক ধরা পড়েছি গো,
আধেক আছে বাকি।
কেন জানি আপনা ভুলে
বারেক হৃদয় যায় যে খুলে,
বারেক তারে ঢাকি- আধেক ধরা পড়েছি যে,
আধেক আছে বাকি।
বাহির আমার শুক্তি যেন
কঠিন আবরণ-
অন্তরে মোর তোমার লাগি
একটি কান্না-ধন।
হৃদয় বলে তোমার দিকে
রইবে চেয়ে অনিমিখে,
চায় না কেন আঁখি–
আধেক ধরা পড়েছি যে,
আধেক আছে বাকি।
সবথেকে ভালো বিষয় এখানে পুরো পাড়া একসাথে হাতে হাত লাগিয়ে কাজ করছেন , এ যেন একান্নবর্তী ছোয়া .