যুবভারতী ম্যাচের আগে দলের সবাইকে ফিট দেখতে চান কোচ স্তিমাচ

ভারতীয় ফুটবলের মান বাড়াতে আন্তর্জাতিক স্তরের আধুনিক প্রযুক্তি প্রয়োগ করবেন কোচ স্তিমাচ

তানিয়া চক্রবর্তী : বাংলাদেশের বিরুদ্ধে আগামী মাসে বিশকাপের যোগ্যতা অর্জন ম্যাচ খেলতে চলেছে ভারত। তার আগেই পুরো দলকে ফিট দেখতে চান ভারতের কোচ স্তিমাচ। এর আগে যোগ্যতা অর্জন পর্বে শক্তিশালী কাতারের বিরুদ্ধে ১০ই সেপ্টেম্বর দুরন্ত লড়াই করে ম্যাচ ড্র করেছিল ভারত। এরপর বাংলাদেশের বিরুদ্ধে ভারতের লড়াই হতে চেলেছে ১৫ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে। এই প্রসঙ্গে দলের কোচকে প্রশ্ন করায় তিনি জানান, কাতার ম্যাচের তুলনায় এই ম্যাচটি অনেক ক্ষেত্রেই আলাদা। দলের সব সদস্যরা ফিট ও প্রস্তুত থাকবে বলেই তিনি আসা করেন। দলের কয়েক জনের সামান্য চোটের সমস্যার কথাও জানা গেছে।

৩রা অক্টোবর থেকে প্রস্তুতি শিবিরের শুরুর কথাও ঘোষণা করেন ক্রোয়েশীয় কোচ। এটি গুয়াহাটিতে হবে বলে জানা গেছে। এই প্রস্তুতি শিবিরে সম্ভাব্য ২৯ জনের নাম রয়েছে। আরও জানা যায় চলতি সপ্তাহের শেষে এই তালিকা ছেঁটে ২৫ জনের নামের তালিকা বার করা হবে। মিডফিল্ডার অমরজিং সিংহ কিয়াম কনুইয়ের চোটের কারণে এই ম্যাচে থাকছেন না।  ওমান এবং কাতারের বিরুদ্ধে ম্যাচেও তিনি ছিলেন না।  আশা করা যায় কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে সমর্থকের সংখ্যা গ্যালারি ভরিয়ে দেবে।

Exit mobile version