Culture
যুব কল্যাণ শারদ সম্মান ২০১৯ এর মূল পর্বে রাজডাঙা নব উদয় সার্বজনীন দুর্গোৎসব
সেরার পুজোর খোঁজে যুবকল্যাণ শারদ সম্মান ২০১৯
সেরার পুজোর খোঁজে যুবকল্যাণ শারদ সম্মান ২০১৯ ,যুব কল্যাণ শারদ সম্মান ২০১৯ এর মূল পর্বে রাজডাঙা নব উদয় সার্বজনীন দুর্গোৎসব। শুরু হয়ে গেছে জোর লড়াই , যুব কল্যাণ শারদ সম্মান ২০১৯ এ বছরে ১৬ তম বর্ষে পদার্পন করেছে। আর আজ শুভ মহালয়া , আজকে সকল ক্লাব প্রতিযোগীদের ২ মিনিটের কম-বেশি ভিডিও পাঠাতে হবে এই নাম্বারে ৮০১৭৪০২৫৩৯ রাত্রি ১০তার মধ্যে।যে সকল ক্লাব এই ভিডিও পাঠাবেন না তারা এই প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়বেন। এই বছর প্রথম ফিজিক্যাল ভিজিট এর সাথে ভিডিও স্ক্রিনিং হবে প্রতিটি পুজোর যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। যুব কল্যাণ শারদ সম্মানের পক্ষ থেকে একটি ডিজিটাল ব্যানার দেওয়া হবে যা প্রতিটি ক্লাবের ফেইসবুক পেজে বা ওয়াল এ লিঙ্ক টি শেয়ার করতে হবে। বেশি বেশি করে লাইক ও শহরের করতে হবে।