Entertainment
রণবীরকে কি জামাই করতে চাইছেন না ভাট দম্পত্তি !সনি রাজদানের কথায় জাগছে প্রশ্ন
রণবীর -আলিয়া সমাচার

ডিসেম্বরে আস্তে চলেছে রণবীর -আলিয়া অভিনীত ছবি ‘ব্রহ্মাস্ত্র’, কিন্তু তা নিয়ে মাথা ব্যথা নেই আলিয়া রণবীর ভক্তদের বরং তারা এখন অনেক বেশি উৎসাহী এই দুই তারকা কবে সাত পাকে বাঁধা পড়বেন তাই নিয়ে। মাঝে একবার শোনা গিয়েছিলো যে তারা নাকি চুপি চুপি এনগেজমেন্ট সেরে ফেলেছে। ওদিকে চিকিৎসা শেষে বিদেশ থেকে ফিরে নাকি ছেলের বিয়ে দেবেন ঋষি কাপুর এমন খবরও শোনা যাচ্ছে। কিন্তু এই সবকিছু কে পাত্তাও দিলেন না আলিয়ার মা সোনি রাজদান বরং এইগুলো সব গুজব বলে উড়িয়ে দিলেন। কিছুদিন আগে মহেশ ভাটও এই ব্যাপারে পরিষ্কার কিছু বলেননি , শুধু বলেছেন , আলিয়া যেহেতু বড় হয়েছেন আলিয়া যাই করুন না কেন তিনি সবসময় আলিয়াকে সমর্থন করবেন। তাহলে রণবীরকে কি মন থেকে জামাই হিসেবে মানতে পারছেন না ভাট দম্পত্তি !