Entertainment
রণবীর সিংহের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে শালিনী পাণ্ডেকে
যশ রাজ ফিল্মসের নতুন ছবি “জোয়েশভাই জ়োরদার” - এ একসঙ্গে দেখা যাবে রণবীর ও শালিনীকে
তানিয়া চক্রবর্তী : যশ রাজ ব্যানারের নতুন ছবি “জোয়েশভাই জ়োরদার” -এ রণবীর সিংহের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে শালিনী পাণ্ডেকে।সন্দীপ রেড্ডি ভঙ্গার তেলুগু ছবি ‘অর্জুন রেড্ডি’তে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শালিনী। তারপরই বলিউডে পা দিতে চলেছেন শালিনী।মাসকয়েক আগেই রণবীরের নতুন ছবির ঘোষণা হয়ে গিয়েছিল। এই ছবি দিয়ে পরিচালক হিসেবে ডেবিউ করবেন দিভিয়াং ঠাক্কর।
যশ রাজ ফিল্মস বরাবরই নতুন প্রতিভাকে আমন্ত্রণ জানায়। সূত্রের খবর, শালিনীর স্ক্রিন টেস্ট দেখে আদিত্য চোপড়ারও বেশ পছন্দ হয়েছে। ছবিতে এক গুজরাতি ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করছেন রণবীর। শালিনীকেও দেখা যাবে এক গুজরাতি মহিলার চরিত্রে।